নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো বাইগন lyrics



নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো বাইগন
সেই বাইগন তুলতে কইন্যা জুড়িল কাইন্দন

কাইন্দ না কাইন্দ না কইন্যা ন কাইন্দিও আর
সেই বাইগন বেঁইচা দিলাম তোমার গলার হার গো তোমার গলার হার

নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো কচু
সেই কচু বেঁইচা দিলাম তোমার হাতের বাজু
গো তোমার হাতের বাজু

নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা লাগাইলো কলা
সেই কলা বেঁইচা দিলাম তোমার গলার মালা গো তোমার গলার মালা

নয়া বাড়ি লইয়া রে বাইদ্দা বানাইলো চৌকাড়ি
চৌদিকে মালঞ্চে বেড়া আইনা সারি সারি গো আয়না সারি সারি

হাঁস মারলাম কৈতর মারলাম মাইছা মারলাম টিয়া

ভালো কইরা রাইন্দো বাইগন কালাজিরা দিয়া গো কালাজিরা দিয়া

No comments:

Post a Comment