যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু song lyrics bangla



যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
যৌবন কালে বন্ধু মিলে
শেষে কালে ভালোবাসে না



নদীর জোয়ার চলে গেলে
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায় না জীবনে
ফুল শুকালে সেই ফুলে আর
ভ্রমর তো কভু বসে না

এই রূপ যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পটল ঘাটায় (?)
ভাটায় তখন পড়ে (?)
জীবনে যার ব্যথা ভরা
তার মুখে হাসি ফুটে না

No comments:

Post a Comment