যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
যৌবন কালে বন্ধু মিলে
শেষে কালে ভালোবাসে না
নদীর জোয়ার চলে গেলে
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায় না জীবনে
ফুল শুকালে সেই ফুলে আর
ভ্রমর তো কভু বসে না
এই রূপ যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পটল ঘাটায় (?)
ভাটায় তখন পড়ে (?)
জীবনে যার ব্যথা ভরা
তার মুখে হাসি ফুটে না
No comments:
Post a Comment