আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায় আজ বরষায় নামল সারা আকাশ আমার পায...



Aaj Shraboner Batash Buke Lyrics
আজ শ্রাবণের বাতাস বুকে
 এ কোন সুরে গায়
 আজ বরষায় নামল
 সারা আকাশ আমার পায়


 আজ শুধু মেঘ সাজাই মেঘে
 আজ শুধু মেঘ বুকে
 আজ শুধু বিষ ঢালবে আকাশ
 বিষ মেশানো সুখে
 দাও ঢেলে দাও

 যে প্রেম আমার হৃদয় জলে যায়
 দিগন্তলির মাঠের উপর
 কাঁদছি আমি সুরে
 এই কপালের সমস্ততা ভুবন সাধে দেবে তুলে
 এর বেশি কি পাওয়ার থাকে
 এর বেশি কে চায়
 আজ বরষায় নামল
 সারা আকাশ আমার পায়।

No comments:

Post a Comment