সব কটা জানালা খুলে দাও না- মৌটুসী



সব কটা জানালা খুলে দাও না,
আমি গাইবো গাইবো বিজয়ের-ই গান...
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ. . .
সব কটা জানালা খুলে দাও না . . .


চোখ থেকে মুছে ফেলো অশ্রু টুকু,
এমন খুশির দিনে কাদতে নেই. . .
হারানো সৃতির, বেদনাতে, একাকার করে মন রাখতে নেই. . .
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেওনাকো মন ভাঙ্গা গান . . .

আজ আমি সারা নিশি থাকবো জেগে
ঘরের আলো সব আধার করে. . .
ছড়িয়ে রাখো, অত্তর গোলাপ, এদেশের প্রতিটি ঘরে ঘরে. . .
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেওনাকো মন ভাঙ্গা গান . . .

সব কটা জানালা খুলে দাও না,
আমি গাইবো গাইবো বিজয়ের গান...
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ. . .
সব কটা জানালা খুলে দাও না . . .

No comments:

Post a Comment