খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে- bangla song lyrics



খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে।
পাপ পূণ্যের বিচার এখন মানুষে করে।।

আমার দুঃখের কথা শোনার মত কোন মানুষ নাই
আমি কার কাছে জানাই
আমার চক্ষের পানি মুছার মত আপন কেহ নাই
আমি কোথায় পাবো ঠাই


আজ শোনরে মানুষ শোন
এই দুঃখেরই আগুন
(ও) আর কতকাল জ্বালিয়ে রাখবি আমার অন্তরে
পাপ পূণ্যের বিচার এখন মানুষই করে।।

No comments:

Post a Comment