আমার মত এত সুখী নয়তো কারো জীবন/ amar moto eto sukhi noito karo jibon- Song Lyrics

আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
জানি এই বাঁধন চিড়ে গেলে কভু
আসবে আমার মরণ।
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।

বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম ।

বুকে ধরে যত ফুল ফোটালাম
সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম
ভাগ্যের পরিহাস এরই নাম
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
নয়তো কারো জীবন।

চারিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়।

রিদিকে নিরাশার বালুচর
কি আশায় বেঁধেছি এই খেলাঘর
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা একন
আমার মত এত সুখী নয়তো কারো জীবন
কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন
ঝরালো মায়ার বাঁধন।

No comments:

Post a Comment