আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না- বাংলায় গানের কথা | Bangla Song Lyrics
বাংলায় গানের কথা | Bangla Song Lyrics
আকাশের সব তারা ঝরে যাবে
আমার চোখের তারা ঝরবে না
তোমাকে দেখার সাধ মরবে না গো
তোমাকে দেখার সাধ মরবে না।।
একটি জনম নয়, হাজারও জনম
তোমাকে দেখি যদি সেও বড় কম
ও সেও বড় কম
একে একে সব পাওয়া হয়তোবা ফুরাবে
আমার এ মন তবু ভরবে না।।
মরণ যতই হোক অথৈ আঁধার
পারবে না ঢেকে দিতে এই অধিকার গো
এই অধিকার
একে একে সব আলো হয়তোবা হারাবে
চোখের পলক তবু পড়বে না।।
শিল্পীঃ তপন চৌধুরী
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
Subscribe to:
Post Comments (Atom)
-
Ghorer K Ba Jage । ঘরের কে বা জাগে কে বা ঘুমায় ( সফি মন্ডল) এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন । কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখা...
-
amar moto ato sukhi noyto karo jibon lyrics আমার মত এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন জানি এই বাঁধন চিড়ে...
-
valo achi valo theko akasher thikanay chithi likho lyrics ভাল আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি, বাউলের এই ...
-
Bondhu Tin Din Tor Barit Gelam Lyrics বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম রুনা লায়লা বন্ধু তিনদিন, বন্ধু তিনদিন ও বন্ধু তিনদিন তোর্ বাড়ি...
-
Ogo Bideshini Lyrics - ওগো বিদেশিনী শিল্পীঃ এণ্ড্রু কিশোর সুরঃ শেখ সাদী খান ওগো বিদেশিনী তোমার চেড়ী ফূল দাও, আমার শিউলি নাও দুজনে ...
-
তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে।। রাতের আকাশে তারার মিতালী আমারে দিয়েছে স...
No comments:
Post a Comment